রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া - দ্রুত ধনী হওয়ার দোয়া
তাহাজ্জুদ নামাজের বাংলা নিয়তপ্রিয় পাঠক, রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া সম্পর্কে আপনি কি জানতে আগ্রহি? অথবা
আপনি কি দ্রুত ধনী হওয়ার দোয়া জানতে চান? তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ
সহকারে পড়ুন। কারণ আজকের এই আর্টিকেলটিতে আমরা রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া
সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে আপনি ধনী হওয়ার যিকির, ধনী হওয়ার
দরুদ, রাতারাতি কোটিপতি হওয়ার উপায়, ইসলামে ধনী হওয়ার উপায় জানতে পারবেন।
পেজ সূচিপত্রঃ রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া - দ্রুত ধনী হওয়ার দোয়া
রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া
আমাদের মধ্যে অধিকাংশ সকলেরই অভাব অনটন আছেই। আর তাই সকলেই অভাব কাটিয়ে উঠে
সাবলম্বি হতে চান। সফলভাবে জীবন যাপন করতে চান। আর তাই তাদের সকলেরই জানার আগ্রহ
থাকে কিভাবে রাতারাতি কোটিপতি হওয়া যায়। ইসলাম ধর্ম অনুযায়ি এই রাতারাতি কোটিপতি
হওয়ার দোয়াই বা কি। চলুন তাহলে এই বিষয়ে আজকে জেনে নেওয়া যাক।
রাতারাতি কোটিপতি হওয়ার জন্য যেই দোয়া রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি রাতারাতি
কোটিপতি হওয়ার উপায় জানতে পারা যায়। এর মধ্যে ইসলাম ধর্ম অনুযায়ি যদি আপনি হয়ে
থাকে তাহলে আপনাকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর প্রতিদিন যোহরের
নামাজের পরে ৩০০ (তিন শত) বার করে (ইয়া অহহাবু) এই দোয়াটি পাঠ করতে হবে।
আর এই দোয়ার পরেই আল্লাহ তায়ালার কাছে দুই হাত তুলে দোয়া করতে হবে প্রাণপনে।
তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনার অভাব কাটিয়ে উঠে স্বাবলম্বি হওয়ার জন্য পথ
দেখিয়ে দিবেন। আর এভাবে আপনি যদি এই দোয়াটি একটানা ১৫ দিন চালিয়ে যান তাহলে খুব
দ্রুতই সফলতার মুখ দেখতে পাবেন ইনশাআল্লাহ।
তবে এই বিষয়ে আপনাদেরকে একটি বিষয় না জানালেই নয়, এই দোয়া পাঠের সময়ে আপনাকে
বাহিরের দুনিয়ার অন্য সকল চিন্তা চেতনা বাদ দিতে হবে। আর যখন দোয়া চাইবেন তখন
শুধু মহান আল্লাহ তায়ালার কাছে প্রাণপণে চাইতে হবে। তার নিকট ক্ষমা পার্থনা করতে
হবে। মন থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। তাহলেই আপনি খুব দ্রুতই রাতারাতি
কোটিপতি হতে পারবেন।
আমাদের সকলেরই ইচ্ছে হয় খুব দ্রুতই বড়লোক হওয়ার। আর তাই যদি আপনি এই রাতারাতি
কোটিপতি হওয়ার দোয়া একটানা ১৫ দিন দোয়া করেন তাহলে অবশ্যই আপনি রাতারাতি
কোটিপতি হতে পারবেন। খুব দ্রুতই সফলতা অর্জন করতে পারবেন। আর এই দোয়া পাঠ করে
অনেকেই খুব দ্রুত সফল হতে পেরেছেন। আপনিও চাইলে পারবেন সফল হতে।
দ্রুত ধনী হওয়ার দোয়া
আমাদের মধ্যে সকলেই চায় যে তার ক্ষেত্রে খুব দ্রুত রিজিকের পরিমাণ বেড়ে যাক, সে
সহজেই ধনী হয়ে যাক। জীবনে সফলতা আসুক। আমাদের মধ্যে জীবণ জীবিকার তাগিদে দুনিয়াবী
ব্যাস্ততার জন্য অনেকে তো ভুলেই গিয়েছেন যে মানব জাতীর এবং জীন জাতিকে সৃষ্টিই
করেছেন মহান আল্লাহ তায়ালা। আর তাদের জীবন জীবিকার দায়িত্বটা তিনি নিজেই নিয়েছেন।
আর এই প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা জানান যে, তোমরা আমার কাছে ক্ষমা পার্থণা করো।
নিশ্চই তিনি অনেক ক্ষমাশীল। তিনিই আমাদেরকে অনেক মসিব্বত দিবেন আবার তিনিই আমাদের
সেটার থেকে রক্ষা করবেন। এই অবস্থায় আমাদেরকে হতাশ হলে চলবে না। তাই আমাদেরকে
সর্বদা তার উপর ভরসা রাখতে হবে।
এই প্রসঙ্গে আমাদের প্রিয় নবি করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে
‘আসতাগফিরুল্লাহ’ পড়বে, মহান আল্লাহ তায়ালা তাকে সকল দুশ্চিন্তা থেকে সহজেই মক্তি
দান করবেন। আর এই আসতাগফিরুল্লাহ এর অর্থ হলো 'আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা
করছি'। আল্লাহ তায়ালা তাকে সকল ধরণের সংকট থেকে মুক্তি দান করবেন। আর তিনি
এমনভাবে স্বচ্ছলতা দান করবেন যেটা কখনো কেউ চিন্তা ও করতে পারবে না।
এছাড়াও হাদিসে একটি দোয়ার কথা উঠে এসেছে। সেটি যদি আপনি নিয়োমিত পাঠ করেন তাহলে
আপনার বিয়ের হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, মনের ভ্রম দূর হবে, মন যদি অস্থির
থাকে তাহলে সেক্ষেত্রে স্থিরতা আসবে। আর যদি গরিব হয়ে থাকে তাহলে খুব শিগ্রই ধন
সম্পদ লাভ করবে। সেই দোয়াটি নিম্নে উল্লেখ করা হলো।
দোয়াটি হলো এই - ওয়ালা তামাদ্দূনী আ’ইনাইকা ইলা মা মুতাআ’ন্না বিহী আজওয়াজা
মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনইয়া লা তাফতানিহিম ফিহী ওয়া রিজক্বু রাব্বিকা
খাইরুওয়া আবক্বা আমারা আহলাকা বিল্লাহি ওয়াসতাবির আ’লাইহা লা নাসলাকা রিজক্বা
নাহনু নারজুক্বুকা ওয়াল আ’ক্বিবাতু লিত্তাক্বওয়া।
ধনী হওয়ার যিকির
উপরে ইতিপূর্বে আমরা রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া এবং তার সাথে সাথে দ্রুত ধনী
হওয়ার দোয়া সম্পর্কে জানতে পেরেছি। এই পর্যায়ে আমরা জানতে চলেছি ধনী হওয়ার
যিকির। অর্থাৎ কোন জিকির আপনি নিয়োমিত পড়লে খুব সহজেই ধনী হতে পারবেন সেই
সম্পর্কে। চলুন তাহলে এই সম্পর্কে এখন জেনে নেওয়া যাক।
হাদিস শরীফের আলোকে উঠে এসেছে, যদি কোন ব্যাক্তি ইশার নামাজ শেষে ১১ বার দূরূদ
শরীফ পড়ে আর তার পরেই ১৪ বার ياوهاب পড়ে। আবার যদি সেই ব্যাক্তি পুনরায় ১১ বার
দরুদ শরীফ এবং তারপরে যদি নিম্নের উল্লিখ দোয়াটি পড়ে তাহলে খুব দ্রুতই সেই
ব্যাক্তি ধন সম্পদের মালিকানা অর্জন করবে।
দোয়াটি হলোঃ يا وهاب هب لى من نعمة الد نيا والا خرة انك انت الو هاب
বাংলা উচ্চারণঃ ইয়া ওয়াহ্যাবু হাবলী মিন নি’মাতি দূনইয়া ওয়াল আখিরাতি ইন্নাকা
আংতাল ওয়াহ্যাব।
এর পাশাপাশি যদি ওই ব্যাক্তি প্রতিদিন যোহরের নামাজের পরে ৩০০ বার করে (ইয়া
অহহাবু) এই দোয়াটি যিকির করার পরে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া পার্থনা করে
তাহলে আল্লাহতালা খুব দ্রুতই তাকে অভাব অনটন থেকে মুক্ত করবেন। এবং তার পাশাপাশি
তার সচ্ছলতা দান করে তাকে কোটিপতি হওয়ার দারুন করে দিবেন।
৪০ দিনে ধনী হওয়ার আমল
আমাদের জীবনের সকলের কম বেশি অভাব অনটন লেগে রয়েছে। আর এই থেকে মুক্তি পাওয়ার
উদ্দেশ্যে সকলেই ধনী হতে চায়। তবে আপনি যদি রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া
প্রতিদিন নিয়মিত ব্যবহার করেন তাহলে খুব দ্রুতই সফলতা অর্জন করবেন। আর এই
দোয়াটি নিয়মিত করার ফলে সকলে খুব দ্রুত সফলতা অর্জন করতে পেরেছেন।
আপনি কি জানেন ৪০ দিনের ধনী হওয়ার আমল কি? একদিনের জন্য বন্ধ না রেখে একটানা 40
দিন পর্যন্ত যদি আপনি নিম্নের দোয়াটি পড়েন তাহলে খুব দ্রুতই ধনী হতে পারবেন।
কোন দোয়াটি পড়ার মাধ্যমে আপনি 40 দিনের মধ্যেই ধনী হতে পারবেন চলুন আমরা এই
সম্পর্কে এখন জেনে নেই।
যেদিন থেকে দোয়া পালন করা শুরু করবেন সেদিন থেকে কোনদিনও একদিনও বন্ধ না রেখে
একটানা 40 দিন যদি আপনি এশার নামাজ পড়ার পরে কেবলামুখী হয়ে নিজের চোখ বন্ধ করে
পৃথিবীর সকল চিন্তা ভাবনা বাদ রেখে যদি আপনি ৪০০ (চারশত) বার এই দোয়াটি পড়েন
"আস্তাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, বাদিউস
সামাওয়াতি ওয়াল আরদী মিন জামিয়ি হুরমি ওয়া জুলমি ওয়া এসরফি আলা নাফসি ওয়াআতুবু
ইলাইহি।" তাহলে আপনি খুব দ্রুতই ধনী হতে পারবেন।
যদি এই দোয়াটি প্রতিদিনের নির্দিষ্ট সময় পালনে ব্যাঘ্যাত ঘটে তাহলে সেটি অবশ্যই
আপনাকে দিনের বেলাতে পূর্ণ করতে হবে। কোনভাবেই এর ব্যাতিক্রম হওয়া চলবে না। এই
দোয়াটি পালনের মাধ্যমে যদি আপনি উদ্দেশ্য সফলতা হতে পারেন তাহলে এটি আপনাকে চালু
রাখতে হবে। তাহলে আল্লাহতালা সন্তুষ্ট থাকবেন। আর আপনার সফলতা অর্জনও সফলভাবে
সারাজীবন ধরে রাখতে পারবেন।
রাতারাতি কোটিপতি হওয়ার উপায়
খুব সহজেই কোটিপতি হওয়ার উপায় উপায় কি আসলেই আছে? এমন ধরণের আপনি যদি প্রশ্ন
করেন তাহলে আমাদের উত্তর হবে হ্যা আসলেই আছে। তবে এক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম
শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হবে। আর এই নয়মের উপর নির্ভর করেই আপনি হবে খুব সহজেই
কোটি টাকার মালিক। শুধু শুধু অন্য মানুষের সাফল্য দেখে নিজে হিংসে না করে নিজে
গড়ে তোলেন নিজের কোটি টাকার ভবিষ্যৎ।
যে মানুষজন সফলতা অর্জন করেছে তারাও ঠিক এমন ভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলেছে। তাই
যারা ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন দেখে তারা অন্যের সাফল্য থেকে নিজের শিক্ষা লাভ
করে। আর তাই চলুন আমরা এই পর্যায়ে জেনে নেই রাতারাতি কোটিপতি হওয়ার কিছু উপায়
সম্পর্কে।
অল্প বয়স থেকেই কোটিপতি হওয়ার চেষ্টা করাঃ আমাদের সকলের মধ্যে এমন একটি
ভাবনা কাজ করে যেতে হল নিজের পড়াশোনা শেষ হোক তারপরে কিছু একটা করার চেষ্টা করব।
আরে চিন্তা ভাবনায় আমাদের আগামীর পথের সফল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। আপনি
যদি অল্প বয়স থেকেই স্বাবলম্বী হওয়ার কথা চিন্তা না করেন তাহলে আপনার
প্রয়োজনীয় মেধার ওপর মরিচা পড়ে যাবে।
আর এর ফলে আপনার লক্ষ্য পূরণের ধাপ পেছনে পড়ে যাবে। আর তাই নিজের উন্নতির কথা
চিন্তাভাবনা করে অল্প বয়স থেকেই নিজেকে কোটিপতি হওয়ার জন্য লক্ষ্য ঠিক করতে
হবে। আর আপনার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে আপনি অল্প বয়স থেকেই আস্তে আস্তে
কোটিপতি হতে পারবেন।
লক্ষ্য স্থির করাঃ আপনি যদি জীবনে কিছু একটা করতে চান তাহলে অবশ্যই আপনার
লক্ষ্যকে স্থিক করতে হবে। আপনি যদি একই সময়ে বিভিন্ন কাজের কথা ভাবেন তাহলে
আপনার দ্বারা কোন কাজ করা সম্ভব হবে না। আর এক্ষেত্রে আপনার সফলতা নিয়ে আসা অনেক
কষ্টকর হয়ে যাবে। আর তাই আপনি লক্ষ্য পূরণের থেকে দূরে সরে যাবেন। আর এইজন্যই
পূর্ব থেকে আপনার লক্ষ্য নির্ধারণ করে নিন।
দক্ষতা অর্জন করুনঃ রাতারাতি কোটিপতি হওয়ার ক্ষেত্রে সবার প্রথমে যেটা
দরকার সেটা হলো দক্ষতা। আর একজন দক্ষ লোকেই পারে নিজের সাফল্য বয়ে নিয়ে আসতে।
আজ থেকে শুরু করুন নিজেকে দক্ষ ভাবে গড়ে তুলতে। সে অনুযায়ী নিজেকেও গড়ে তুলুন।
যাতে করে আপনার ভবিষ্যতে আপনি দ্রুত সফলতা অর্জন করে কোটিপতি হতে পারেন।
অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা নেওয়াঃ সফল মানুষজন যারা আমাদের আশেপাশে
রয়েছে তারা খুব সহজেই অন্যকে অনুপ্রাণিত করতে পারে। তাই আপনি যদি সফল হতে চান
তাহলে অবশ্যই অন্যের সফলতার জীবনী থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। সেখান থেকে আপনি
জানতে পারবেন কতশত বাধা পেরিয়ে তারা আজকে সফল ব্যক্তিরভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
আর এই শিক্ষাই আপনাকে নতুন করে ভাবতে শিখাবে।
পরিশ্রম করার মন-মানসিকতা গড়ে তোলাঃ কোন কিছু আপনা আপনি সফলতা বায়ে নিয়ে
আসে না। এ ক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজন হবে অনেক পরিশ্রম করা। নিজেকে পরিশ্রম
করার জন্য সঠিকভাবে গড়ে তুলতে হবে। তাই আপনি যদি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন
তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি কোটিপতি হতে পারবেন না। এজন্য অবশ্যই আপনার কঠোর
পরিশ্রমের কোন বিকল্প নেই।
নিজের উপর আত্মবিশ্বাস গড়ে তোলাঃ নিজের উপর আত্মবিশ্বাস আপনাকে আপনার
সামনের বাধা সকল পথ অতিক্রম করার সাহস যোগাবে। যখন নিজের উপর ভরসা করে কোন কাজে
নামবেন তখনই অন্য একজন ব্যাক্তি আপনার উপর ভরসা করে আপনার কাজের জন্য সাহায্য
করবে। যার ফলে আপনি সফলতা বয়ে নিয়ে আসতে পারবেন। আর এটাই আত্মবিশ্বাস হবে আপনার
নিজের সফলতার প্রধান চাবিকাঠি।
ভুল থেকে শিক্ষা নেওয়াঃ কাজ করার ক্ষেত্রে ভুল হবেই। আর এই ভুল থেকে
আপনাকে হেরে গেলে চলবে না। এই ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনার লক্ষ্যকে
স্থির রেখে নিজের কাজে কোনটি ভুল হয়েছে সেখান থেকে শিক্ষা নিতে হবে। কোন
প্রকারভে না পেয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই আপনার প্রকৃত সফলতা
অর্জন হবে।
তাড়াতাড়ি ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায়
রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া আমরা সকলেই জানতে পেরেছি। তবে এখান থেকে আবার
অনেকেই জানতে চাইবে তাড়াতাড়ি ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় সম্পর্কে। এই বিষয়ে
এখন আমরা বিস্তারিত আলোচনা জানবো। তো বন্ধুগণ চলুন আর বেশি দেরি না করে বিস্তারিত
আলোচনায় প্রবেশ করা যাক।
নিজেকে সফলভাবে দেখতে এবং ধনী হিসেবে গড়ে তুলতে কে না চায়, আর সে জন্যই
প্রয়োজন হয় স্মার্ট আর্থিক পরিকল্পনার। সুশৃঙ্খল সঞ্চয় এবং উদ্যোক্তা মনে ভাব
নিয়ে বিনিয়োগের। তবে আপনি যদি নিজেকে ধনী হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই
আপনাকে কিছু কাজ ছোট থেকে শুরু করতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন সকল
কাজগুলো করার মাধ্যমে আপনাকে ধনী হওয়ার জন্য অনেক বেশি সাহায্য সহযোগিতা করবে।
নিজের আর্থিক লক্ষণ নির্ধারণ করুনঃ একজন ধনী এবং সমৃদ্ধশীল ব্যক্তি হওয়ার
জন্য আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট এবং আর্থিক পরিকল্পনার দিয়ে শুরু করতেহবে। আর
এজন্যই দরকার আপনার লক্ষ্য নির্ধারণের। নিজের চল্লিশ বছর বয়সের মধ্যে আপনার কত
টাকা নিজের সঞ্চয় করতে এবং কত টাকা বিনিয়োগ করতে চান সেটা নির্ধারণ করতে হবে।
আর এটিই আপনাকে সফলতা বয়ে আনতে সহযোগিতা করবেন।
নিজের আয়কে বৃদ্ধি করুনঃ আপনি যদি সঠিকভাবে সম্পদ সংগ্রহ করতে চান তাহলে
এর মধ্যে সবথেকে সহজে উপায়টি রয়েছে সেটি হলো নিজের উপার্জনের সম্ভাবনা সব থেকে
বেশি পরিমাণে বৃদ্ধি করা। আপনি কর্মজীবনে কোন সকল কাজ করতে চান সেটা সন্ধান করুন।
এবং প্রতিদিন নিয়মিত নতুন নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করুন। নিজে বিভিন্ন
আয়ের উৎস খুঁজে বের করুন। এবং নিজের আয়কে বৃদ্ধি করার চেষ্টা করুন।
ব্যায়কে নিয়ন্ত্রণে রাখুনঃ আপনি যদি সচ্ছল হতে চান তাহলে অবশ্যই আপনার
পায়ের তুলনায় ব্যয়ের পরিমাণ কম হতে হবে। আপনি প্রতি মাসে কত টাকা উপার্জন
করছেন এবং তার থেকে কত টাকা ব্যয় করেছেন এটি পরিমাপ করে আপনাকে খরচ করতে হবে।
আপনার কাছে সব থেকে যে সকল জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো ক্রয় করার জন্য ব্যয়
করতে হবে।
আর যেগুলো আপনার খুব বেশি প্রয়োজন নেই সেগুলো ক্রয় করার মনে ভাবে এগিয়ে চলতে
হবে। এক্ষেত্রে আপনি আপনার নিজের আইডি থেকে ব্যাংকে বাদ দিয়ে যত টাকা সঞ্চয়
করতে পারবেন তত টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন। আর তারফলে আপনার সম্পদকে বৃদ্ধি
করতে পারবেন।
ধৈর্যধারণ করা শিখুনঃ একজন ধনী ব্যক্তি হয়ে ওঠার পথে সব থেকে যেটি
প্রয়োজন সেটি হলো ধৈর্য। আর এই ধৈর্যের পাশাপাশি যেটি দরকার সেটি হলো কঠোর
পরিশ্রম করার মনোভাব। নিজে যত ধৈর্য ধারণ করে কঠোর পরিশ্রম করতে পারবেন আপনি
তাড়াতাড়ি খুব দ্রুত সেই ভাবে সফলতা অর্জন করতে পারবেন।
বিজ্ঞতার সথে বিনিয়োগঃ যদি সম্পদ আহরণ করে ধনী হতে চান তাহলে সব থেকে
গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হল বিনিয়োগ। আপনাকে এমন ধরনের একটি বিনিয়োগ
কৌশল বেছে নিতে হবে যাতে করে সেখানে স্টক, রিয়েল এস্টেট এবং অন্য সকল সম্পদ গুলো
অন্তর্ভুক্ত থাকে। খুব দ্রুত শুরু করার চেষ্টা করতে হবে। এবং সময়ের সাথে পাল্লা
দিয়ে নিজের সম্পদকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। আর নিজের বিনিয়োগ সম্পর্কে
যদি আপনি বুঝে উঠতে না পারেন তাহলে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ গ্রহণ
করতে হবে।
রাতারাতি কোটিপতি হওয়ার সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্নঃ কোন ভাবে কি করলে অভাব দূর হবে?
উত্তরঃ অভাব দূর করার জন্য আপনি নিম্নের দোয়াটি নিয়মিত পাঠ করতে পারেন।
দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা মিন ফাদলিকা ওয়া রহমাতিকা; ফা-ইন্নাহু
লা ইয়ামলিকুহা ইল্লা আনতা
প্রশ্নঃ কি করে ধনী হওয়া যায়?
উত্তরঃ ধনী হওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ৫টি বিষয় গভিরভাবে মনে রাখতে
হবে। সেগুলো হলো
- নিজের আর্থিক লক্ষ্য নির্ধারণ
- আয় বৃদ্ধি করতে হবে
- ব্যয়কে নিয়ন্ত্রণে রাখতে হবে
- বিজ্ঞতার সাথে বিনিয়োগ করতে হবে
- নিজেকে শিক্ষিত করুন
- ধৈর্যধারণ এবং কঠোর প্ররিশ্রম করতে হবে
প্রশ্নঃ কোন দোয়া করলে ধন সম্পদ বৃদ্ধি পায়?
উত্তরঃ নিম্নের উল্লিখিত দোয়াটি নিয়মিত পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি পায়।
দোয়াটি হলোঃ- يا وهاب هب لى من نعمة الد نيا والا خرة انك انت الو هاب
বাংলা উচ্চারণঃ ইয়া ওয়াহ্যাবু হাবলী মিন নি’মাতি দূনইয়া ওয়াল আখিরাতি ইন্নাকা
আংতাল ওয়াহ্যাব।
প্রশ্নঃ ধনী হওয়া ভালো নাকি সুখী হওয়া ভালো?
উত্তরঃ যদি আপনার কাছে অঢেল অর্থ সম্পদ থাকে আর আপনি যদি সুখি ব্যাক্তি না
হন তাহলে অবশ্যই আপনার জন্য ধনি হওয়ার থেকে সুখি হওয়া ভালো। কারণ টাকা দিয়ে সকল
কিছু ক্রয় করা গেলেও সুখ ক্রয় করা যায় না।
শেষ কথা। রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া
রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া সম্পর্কে আমরা এই আর্টিকেলের মধ্যে আলোচনা করেছি।
তার পাশাপাশি আমরা দ্রুত ধনী হওয়ার দোয়াও জানিয়েছি। আশা করছি আপনি সম্পূর্ণ
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে উক্ত সকল বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এমন আরো
আর্টিকেল প্রতিদিন নিয়মিত পড়তে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
পেপারস্পট২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url