ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম - ইউরোপের ধনী দেশের তালিকা

ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধনপ্রিয় পাঠক, ইউরোপ মহাদেশের দেশগুলোর নামগুলো কি আপনি জানতে চাচ্ছেন? অথবা আপনি কি ইউরোপের ধনী দেশের তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্যই। কারণ আজকের সম্পূর্ণ আর্টিকেল যদি আপনি মনোযোগ সহকারে পড়তে থাকেন তাহলে আপনি ইউরোপ মহাদেশের সকল দেশগুলোর নাম জানতে পারবেন।
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম
ইউরোপ মহাদেশে প্রায় ৫০ টি দেশ রয়েছে। আজকে আমরা এই সকল দেশের নামগুলো উল্লেখ করবো।

পেজ সূচিপত্রঃ

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম

আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছে জেনারা এরকম মহাদেশের দেশগুলোর নাম জানতে চাচ্ছেন। তাদের জন্য অবশ্যই আজকের এই আর্টিকেলটি। এর প্রধান কারণ হলো আজকের এই আর্টিকেলে আমরা ইউরোপ মহাদেশের সকল দেশগুলোর নাম জানাবো। এমন অনেকে রয়েছেন বিভিন্ন পরীক্ষা অথবা বিসিএস পরীক্ষা দেওয়ার কথা ভাবেন এছাড়া অন্যান্য সকল বিষয়ের ধারণা নেওয়ার জন্য এরম মহাদেশগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান।

তারা অবশ্যই আজকের এই আর্টিকেলটির মাধ্যমে এই সকল কিছু জানতে পারবেন। আমরা সচরাচর সকলে জানে যে এই রোগ মহাদেশে মোট ৫০টি দেশ রয়েছে। আজকে আপনাদের সাথে এই 50 টি দেশের নাম উল্লেখ করার চেষ্টা করব। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়েন তাহলে ইউরোপ মহাদেশের ৫০ টি দেশের নাম সহ সকল দেশের রাজধানীর নাম গুলো জানতে পারবেন।

ইউরোপের ২৬ টি দেশের নাম

আপনারা অনেকেই রয়েছেন জিনারা ইউরোপ মহাদেশের জনপ্রিয় ২৬ টি দেশের নাম সম্পর্কে জানতে চান। আবার এমন অনেকেই রয়েছেন যারা এই ২৬ টি দেশের নামও জানেন না। আপনাদের সুবিধার্থে এখন আমরা এই ২৬ টি দেশের নাম গুলো তুলে ধরার চেষ্টা করব। এই ২৬ টি দেশে সবথেকে জনপ্রিয় দেশ সকলের কাছে।
ইউরোপের জনপ্রিয় এই ২৬ টি দেশকে সেনজেন দেশ বলা হয়। আর সবথেকে অবাক করার বিষয় হলো এই ২৬ টি দেশ গুলো একই নিয়মে চলে। তাহলে চলুন বন্ধুগণ আর বেশি দেরি না করে ইউরোপের জনপ্রিয় ২৬ টি দেশের নাম গুলো জেনে নেওয়া যাক।
  1. বেলজিয়াম
  2. এস্তোনিয়া
  3. লাটবিয়া
  4. নেদারল্যান্ডস
  5. আলবেনিয়া
  6. গ্রীস
  7. সাইপ্রাস
  8. লুক্সেমবার্গ
  9. পোলান্ড
  10. স্পেন
  11. অস্ট্রিয়া
  12. ক্রোয়েশিয়া
  13. লিথুনিয়া
  14. আইসল্যান্ড
  15. হাঙ্গেরি
  16. নরওয়ে
  17. ফিনল্যান্ড
  18. ডেনমার্ক
  19. আয়ারল্যান্ড
  20. রোমানিয়া
  21. সুইডেন
  22. বুলগেরিয়া
  23. পর্তুগাল
  24. ফ্রান্স
  25. চেক প্রজাতন্ত্র
  26. ইতালি

ইউরোপের ধনী দেশের তালিকা

আপনাদের মধ্যে এমন অনেকই রয়েছেন জিনারা ইউরোপের ধনী দেশের নাম গুলো জানতে চাচ্ছেন। ইউরোপের মধ্যে মোট 50 টি দেশের নাম উল্লেখ রয়েছে। তবে এই 50 টি দেশের মধ্যে কিছু দেশ রয়েছে যেগুলো দেশ অনেক ধনী। কারন এই সকল দেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত।

আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছেন জেনারেল ধারণা নিতে চান যে ইউরোপের কোন দেশগুলো ধনী সেই সম্পর্কে খোঁজাখুঁজি করেন। অনেক খোঁজাখুঁজি করা সত্ত্বেও আপনারা যারা এর ধনী দেশগুলোর নাম জানতে পারেন না তারা এখান থেকে নিশ্চিন্তে জেনে নিন। চলুন তাহলে এখন ইউরোপের ধনী দেশের তালিকা।
  • লুক্সেনবার্গ
  • রাশিয়া
  • ইনল্যান্ড
  • সুইজারল্যান্ড
  • সান মারিনো
  • আয়ারল্যান্ড
  • নরওয়ে

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি

বিশেষ করে যে সকল ব্যক্তিগণ বিসিএস পরীক্ষার দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এই সময় তারা অনেকে জানতে চান ইউরোপ মহাদেশের কতগুলো দেশ রয়েছে এবং কোন কোন দেশ রয়েছে সেই সম্পর্কে। আপনিও যদি এমন একজন জানার জন্য আগ্রহী ব্যক্তি হয়ে থাকেন তাহলে চলুন এই বিষয়ে আমরা জেনে নেই।

আমরা সকলেই পূর্বে থেকে যা জানতে পেরেছি ইউরোপ মহাদেশের মোট ৫০ টি দেশ রয়েছে। আর এই সকল দেশের নাম বিশেষ করে যারা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে জানার দরকার পড়ে। তবে কিছু কিছু সময় প্রাইমারি চাকরির পরীক্ষাতেও ইউরোপ মহাদেশের নাম গুলো নিয়ে প্রশ্ন আসে। তাই সকলের জানা উচিত এই সম্পর্কে।
চলুন তাহলে এখন আমরা ইউরোপ মহাদেশের 50 টি দেশের নাম জেনে নেই।
  1. আর্মোনিয়া
  2. আলবেনিয়া
  3. আস্ট্রিয়া
  4. আইসল্যান্ড
  5. আয়ারল্যান্ড
  6. আজারবাইজান
  7. অ্যান্ডোরা
  8. ইতালি
  9. ইউক্রেন
  10. ইংল্যান্ড
  11. ইস্তোনিয়া
  12. এনডোরা
  13. কাজাখস্তান
  14. ক্রোয়েশিয়া
  15. চেক প্রজাতন্ত্র
  16. জার্মানি
  17. গ্রিস
  18. ডেনমার্ক
  19. তুরস্ক
  20. নরওয়ে
  21. নেদারল্যান্ডস
  22. পোল্যান্ড
  23. পর্তুগাল
  24. ফ্রান্স
  25. বুলগেরিয়া
  26. হার্জেগোভিনা
  27. বেলারুশ
  28. বেলজিয়াম
  29. বসনিয়া
  30. ভ্যাটিক্যান সিটি
  31. মোনাকো
  32. মলদোভা
  33. মাল্টা
  34. মন্টিনিগ্রো
  35. চেক প্রজাতন্ত
  36. জর্জিয়া
  37. রোমানিয়া
  38. রাশিয়া
  39. লাতভিয়া
  40. লিথুনিয়া
  41. লিশটেনস্টাইন
  42. লুক্সেমবুর্গ
  43. সুইজারল্যান্ড
  44. সার্ভিয়া
  45. স্লোভেকিয়া
  46. স্লোভেনিয়া
  47. স্পেন
  48. সুইডেন
  49. সাইপ্রাস
  50. হাঙ্গেরি
উপরের উল্লেখিত এই সকল ৫০টি দেশ ইউরোপ মহাদেশের মধ্যে রয়েছে। এই সকল দেশগুলাই মূলত ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম। ইতিপূর্বে আমরা ইউরোপের ধনী দেশের তালিকা গুলো জানতে পেরেছে। আমরা ইউরোপ মহাদেশের দেশগুলোর রাজধানীর নাম এবং দেশের নাম সম্পর্কে জানতে পারব।

ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলোর নাম

বর্তমানে সবাই ইউরোপ মহাদেশের অনেকগুলো দেশেই মুসলমানদের বসবাস রয়েছে। যার জন্য ইউরোপ মহাদেশের কয়েকটি মুসলিম কান্ট্রি ও রয়েছে। আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছেন জিনারা ইউরোপের মুসলিম দেশগুলোর নাম সম্পর্কে কিছুই জানেন না। আজকে আমরা আপনাদেরকে এই সকল এরম মহাদেশের মোট ৭টি মুসলিম দেশের নাম সম্পর্কে জানব। মূলত ইউরোপের এই ৭ টি দেশকেই মুসলিম দেশ বলা হয়।
  1. মন্টিনিগ্রো
  2. আলবেনিয়া
  3. উত্তর সাইপ্রাস
  4. কসোভো
  5. তুরস্ক
  6. বাসনিয়া ও হার্জেগোভিনা
  7. রাশিয়া

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল

আমরা সকলে ইউরোপ মহাদেশের মোট 50 টি দেশের নাম ইতিপূর্বে জানতে পেরেছি। এখন অনেকে জানতে চান এই ৫০টি দেশের নাম তো একসাথে মনে রাখা সম্ভব নয়। তাই মনে রাখার জন্য কিছু কৌশল অবলম্বন সম্পর্কে আপনারা জানতে চান। আসলে ৫০টি দেশের নাম একসাথে কারো পক্ষে মনে রাখা সম্ভব নয়। মনে রাখার জন্য কিছু কৌশল অবলম্বন জানতে হবে।

ইউরোপ মহাদেশের মোট ৫০ টি দেশের নাম একসাথে মনে রাখার ক্ষেত্রে প্রথম কৌশলটি হল ৫০ টি দেশের নাম আপনাকে মনোযোগ সহকারে খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে সিরিয়াল অনুযায়ী আপনার ব্রেন যতটুকু নিতে পারে সে অনুযায়ী সাজিয়ে রেখে মুখস্ত করতে হবে। তবে মুখস্তটা যেন ভালোভাবে মুখস্ত করা হয়। আর এটা প্রতিদিন নিয়মিত চর্চা করতে হবে। না হলে আপনি ভুলে যাবেন।

কোন কিছু মুখস্ত করার বিষয়টি মানুষের মস্তিষ্কের ওপর নির্ভর করে। মস্তিষ্কের যদি ভালো লাগে আপনার পঠিত বিষয়, তাহলে মস্তিষ্ক সেটাকে রিসিভ করে নেয়। আর এভাবেই আপনি ইউরোপ মহাদেশের নাম গুলো মুখস্ত করে রাখতে পারবেন এই কৌশল অবলম্বন করে।

ইউরোপের গরিব দেশের তালিকা

ইউরোপেও বর্তমানে কিছু গরিব সংখ্যক দেশ রয়েছে। আর এই গরীব দেশের মধ্যে ইউরোপের সবথেকে গরীব দেশগুলোর মধ্যে একটি হল মলদোভা। মলদোভা ছাড়াও এছাড়াও আরও ১০টি গরিব দেশ ইউরোপের মধ্যে পাওয়া যায়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইউরোপের ধনী দেশগুলোর নাম জেনে থাকেন, কিন্তু ইউরোপের গরিব দেশগুলোর নাম জানেন না। তাহলে চলুন এখন আমরা ইউরোপের মোট ১০টি গরিব দেশের নামের তালিকা জেনে নেই।
  1. বুলগেরিয়া
  2. মন্টিনিগ্রো
  3. আলবেনিয়া
  4. কসোভো
  5. মেসিডোনিয়া
  6. মলদোভা
  7. সার্বিয়া
  8. বেলারুশ
  9. বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
  10. ইউক্রেন

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী

অনেক সময় আমাদেরকে ইউরোপ মহাদেশের দেশগুলোর রাজধানীর নাম সম্পর্কে জানার প্রয়োজন হয়। বিশেষ করে যারা চাকরির ইন্টারভিউতে যান তাদের ক্ষেত্রে তো অনেক জরুরী হয়ে পড়ে। কারণ সেখানে এই সকল ইউরোপ দেশের নামগুলো জিজ্ঞেস করে থাকে। এখন আমরা ইউরোপ মহাদেশের সকল দেশের রাজধানীর নাম সম্পর্কে জানব। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

ইউরোপ মহাদেশের নাম

ইউরোপ মহাদেশের রাজধানী

সুজারেল্যান্ড

বের্ন

স্লোভাকিয়া 

ব্রাতিস্লাভা 

ইউক্রেন

কিয়েভ

মন্টিনিগ্রো

পোডগোরিকা

ফিনল্যান্ড

হেলসিঙ্কি

রাশিয়া 

মস্কো 

ম্যাসেডোনিয়া

স্কপইয়ে

তুরস্ক

আস্কারা

আয়ারল্যান্ড

ডাবলিন

ডেনমার্ক

কোপেনহেগেন

ইতালি

রোম

বেলজিয়াম

ব্রাসেলস

মলদোভা

কিশিনেভ

যুক্তরাজ্য

লন্ডন

সার মারিনো

সার মারিনো

কাজাখস্তান

আস্তনা

অ্যান্ডোরা

আন্দরা লা ভেলিয়া

আইসল্যান্ড

রেইকিয়াভিক

স্পেন

মাদ্রিদ 

মাল্টা

ভাল্লেত্তা

রোমানিয়া 

বুখারেষ্ট

নেদারল্যান্ডস

আমস্টারডাম

বেলারুশ

মিনস্ক

ইস্তোনিয়া

তাল্লিন

অস্ট্রিয়া

ভিয়েনা

স্লোভেনিয়া 

লিউব্লিয়ানা

গ্রিস

অ্যাথেন্স

পর্তুগাল 

লিসবন

চেক প্রজাতন্ত্র

প্রাগ

মোনাকো

মোনাকো

লুক্সেমবুর্গ

লুক্সেমবুর্গ

হাঙ্গেরি

বুদাপেস্ট

আর্মেনিয়া

ইয়েরেভান

সার্বিয়া 

বেলগ্রেড 

আলবেনিয়া

তিরানা

সাইপ্রাস

নিকোসিয়া

ক্রোয়েশিয়া

জাগরেব

জার্মানি

বার্লিন

লিথুয়ানিয়া

ভিলনিউস

সুইডেন

স্টকহোম

নরওয়ে

অসলো

জর্জিয়া

তিবি‌লিসি

আজারবাইজান

বাকু

লিশটেনস্টাইন

ফাডুৎস

বুলগেরিয়া

সফিয়া

লাতভিয়া

রিগা

বসনিয়া ও হার্জেগোভিনা

সারায়েভো

ফ্রান্স

প্যারিস

পোল্যান্ড

ওয়ার্সা 

ভ্যাটিকান সিটি

ভ্যাটিকান সিটি

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্নঃ ইউরোপের সব থেকে ধনী দেশ কোনটি?
উত্তরঃ ইউরোপের সব থেকে ধনী দেশ হলো লুক্সেমবার্গ।

প্রশ্নঃ লুক্সেমবার্গ কেন এত ধনী?
উত্তরঃ ব্যাংকিং, ইস্পাত এবং শিল্প খাতের জন্য লুক্সেমবার্গ এত ধনী।

প্রশ্নঃ ইউরোপ মহাদেশের দেশ কয়টি ও কি কি?
উত্তরঃ ইউরোপ মহাদেশের দেশ ৫০ টি।

প্রশ্নঃ 7 টি মহাদেশের নাম কি?
উত্তরঃ 7 টি মহাদেশের নাম হলো
  • এশিয়া
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা
  • ওশেনিয়া
  • অ্যান্টার্কটিকা
প্রশ্নঃ এশিয়া মহাদেশ পৃথবীর কত শতাংশ?
উত্তরঃ এশিয়া মহাদেশ পৃথিবীর ভূপৃষ্ঠের ৮.৬% ও স্থলভাগের ২৯.৪% অংশ।

প্রশ্নঃ কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি?
উত্তরঃ আফ্রিকা মহাদেশে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি।

শেষ কথা

আপনাদের মধ্যে যারা এরম মহাদেশ নিয়ে অনেক ধরনের তথ্য জানার জন্য আগ্রহী ছিলেন তারা আশা করছি ইতিমধ্যে এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ার মাধ্যমে এরূপ মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়াও আমরা ইউরোপের ধনী দেশের তালিকা আলোচনা করেছি। এরকম আরো ইন্টারেস্টিং তথ্য প্রতিদিন পড়ার জন্য আমাদের সাথেই থাকুন। আর আপনার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করার মাধ্যমে তাদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পেপারস্পট২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url