কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার - কক্সবাজার হোটেল ভাড়া কত ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপ্রিয় পাঠক, কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার সম্পর্কে আপনি নিশ্চই জানতে চাচ্ছেন। অথবা আপনি কক্সবাজার হোটেল ভাড়া কত ২০২৪ এই সম্পর্কে জানার জন্য আগ্রহি। তাহলে আপনি এখন একদম সঠিক জায়গাতেই রয়েছেন। কারণ আজকের এই আর্টিকেলটিতে আমরা কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার এবং কক্সবাজার হোটেল ভাড়া কত ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই আর কোথাও খোঁজাখুঁজি না করে এখানে মনোযোগ সহকারে পড়তে থাকুন।
কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার
কক্সবাজার হলো বাংলাদেশের একটি পর্যটন এড়িয়া। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন বিভাগের মানুষজন ঘুরতে আসেন। আর এখানে এসেই সবথেকে বেশি ঝামেলায় পড়তে হয় থাকার জন্য হোটেল ঠিক করতে।

পেজ সূচিপত্রঃ

ভূমিকা

কক্সাজার পর্যটন এড়িয়া হওয়ার জন্য এই জায়গাকে কেন্দ্র করে অনেক হোটেল গড়ে উঠেছে। যেখানে আপনি খুব কম পরিমাণ টাকা থেকে অনেক বেশি পরিমাণ টাকা খরচ করেও থাকতে পারবেন। তার সাথে সেখানে থাকছে বিভিন্ন ধরণের খাবারের ব্যাবস্থা। আপনি যদি কক্সবাজারে ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই সেখানে যাওয়ার পূর্বে হোটেল ঠিক করে নিয়ে তারপরে যাবেন। আর না হলে বিভিন্ন ধরণের ঝামেলায় পড়তে পারেন।

আপনি যদি আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকেন তাহলে আপনি কক্সবাজার হোটেল বুকিং দিবেন কিভাবে, ৫০০ টাকায় কক্সবাজার হোটেল, কক্সবাজার হোটেল কাছাকাছি সমুদ্র সৈকত, কক্সবাজারের সেরা হোটেল কোনটি সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে পড়ে নেওয়া যাক।

কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার

কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার জানা অবশ্যই উচিত যদি আপনি এখানে ঘুরতে যেতে চান। কক্সবাজারকে বলা হয়ে থাকে পর্যটনের রাজধানী। তাই সেখানে সুন্দর মনোরম উপভোগ করার জন্য অনেক পর্যটকরা তাদের মনোরঞ্জনের জন্য আকাশ যখন কেন্দ্র কক্সবাজারে গিয়ে থাকেন। কক্সবাজারে দেখার মত বিভিন্ন জায়গা রয়েছে। সেখানে উপভোগ করার মত জায়গা গুলোর মধ্যে হল বেলাভূমি, ঝাউবন, উঁচু উঁচু পাহাড়, বৌদ্ধবিহার মন্দির এছাড়াও আরো অনেক বড় দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে।
কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার
এই জায়গাটির দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। আর এই সুন্দর মনোরম উপভোগ করার জন্য দেশের বিভিন্ন দূর দূরান্ত প্রান্ত হতে বিভিন্ন দেশের বিভিন্ন পর্যটকগণ এসে থাকেন। আর এই হোটেলের গড়ে উঠেছে পর্যটকের থাকার জায়গা হিসেবে হোটেল, মোটেল, কটেজ, গেস্ট হাউস ইত্যাদি। যে সকল ব্যক্তিগণ এখানে ভ্রমণ করতে গিয়ে থাকেন তাদের কাছে সেখানে সবথেকে যে সমস্যাটি হয় সেটি হল থাকার জায়গার সমস্যা।

বেশিরভাগ পর্যটক এর কাছে সঠিক ইনফরমেশন নাই জন্য তারা অনেক সময় বিভিন্ন বিভ্রান্তিতে অথবা বিভিন্ন দালালের হাতে পড়ে যান। অনেক টাকা পয়সা খরচ করার পরেও নিজের মন মত হোটেল বা থাকার জায়গা পান না। এখন আমরা আপনাদেরকে কক্সবাজারের সকল হোটেলের মোবাইল নাম্বার সম্পর্কে জানাবো।

যাতে করে সেখানে গিয়ে আপনাদের হোটেলের রুম বুকিং করতে কোন সমস্যা না হয়। আপনি যদি কক্সবাজারের হোটেল রুম বুকিং দিতে চান তাহলে এখান থেকে নাম্বার সংগ্রহ করে নিয়ে সেই হোটেলে গিয়ে রুম বুকিং দিতে পারবেন। তাহলে এখন একটি ছকের মাধ্যমে জেনে নেওয়া যাক কক্সবাজারের সকল হোটেল এর মোবাইল নাম্বার সমূহ।

হোটেলের নাম

মোবাইল নাম্বার

হোটেল নিরিবিলি

0341-64324

হোটেল সি গাল

01766-666530; 01766-666531-34

বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ

01777-744034

হোটেল ওসান প্যারাডাইস

01938-846775

মোটেল প্রবাল

0341-6211

এক্সুটিকা সাম্পান হোটেল এন্ড রিসোর্ট

01876-000011

নীলিমা রিসোর্ট হোটেল

01732-075750

হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল লিঃ

01707-074471

লং বিচ হোটেল

01755-660051

দি কক্স বিচ রিসোর্ট

01715-771515

হোটেল দ্য কক্স টুডে

01755-598449

সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা

034152666-80, 02-9140453-4

মোটেল লাবনী

01312-884420

নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট লিঃ

01771-566673

ইনানী রয়েল রিসোর্ট

01952-227740

রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট

01970-660066

হোটেল সী প্যালেস

01714-652227

হোটেল সি কক্স

01616-200500

হোটেল দা কক্স টুডে

01755-598449

হোটেল সী ক্রাউন

01833-331703

হোটেল সি ওশানিয়া

0341-51655

সাইমন বিচ রিসোর্ট

01401-777888

হোটেল সী কক্স

01840-477707

সায়মন বিচ রিসোর্ট

01755-691917

হোটেল কল্লোল

01886-777711

হোটেল বিচ ওয়ে

01777-909595

হোটেল সি ক্রাউন

0341-64795

হোটেল শৈবাল

01991-139020

প্রাইম পার্ক হোটেল

01775-609915

হোটেল সি ওয়ার্ল্ড

0341-51625

সীগাল হোটেল

01766-666530

প্রাসাদ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট

01556-347711

ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট

01938-846761

রিসোর্ট বিচ ভিউ

01709-956522 

হোটেল সি আলিফ

01715-755112

হোটেল উপল

0341-64258

হিল টাওয়ার হোটেল এন্ড রিসোর্ট

01322-889895


উপরোক্ত আলোচনাতে আমরা আপনাদের সাথে কক্সবাজারের সকল হোটেল এর মোবাইল নাম্বারগুলো শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে এটি।

কক্সবাজার হোটেল ভাড়া কত ২০২৪

কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার জানার পরেই আমাদের যেই বিষয়টি জানা উচিত সেটি হলো কক্সবাজার হোটেল ভাড়া কত ২০২৪ সেই সম্পর্কে। আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বিশাল একটি সমুদ্র সৈকত নিয়ে কক্সবাজার অবস্থিত। বিভিন্ন দেশের মানুষ জন এই দেশে কক্সবাজার ঘোড়ার জন্য আসে। আপনি যদি সেখানে যান তাহলে দেখবেন প্রায় দিনই বিভিন্ন রাষ্ট্রের মানুষজনের আনাগোনা দেখতে পাবেন। তবে এখানে ভ্রমণের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হয়ে ওঠে সেটি হলো এখানে হোটেল ভাড়া করার সম্পর্কে।

এমন অবস্থাতে যারা এখন কক্সবাজার ভ্রমণ করার জন্য ভাবছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই বলব মনোযোগ সহকারে আজকের আর্টিকেলটি পড়তে থাকুন। সেখানে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই সাজেস্ট করব কক্সবাজারে হোটেলের ভাড়া সম্পর্কে জেনে যেতে। তাহলে চলুন বন্ধুরা এই বিষয়ে এখন একটু বিস্তারিত আলোচনা জেনে নেওয়া যাক।

কক্সবাজারে গেলে আপনি সেখানে শত শত হোটেল দেখতে পাবেন। সেখানে প্রতিটি হোটেলের ভাড়া আলাদা আলাদা ধরনের। তাদের সার্ভিস অনুযায়ী হোটেলের ভাড়া নির্ধারণ করা হয়। আপনি যদি কক্সবাজারে যান তাহলে সেখানে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা হতে শুরু করে সর্বোচ্চ লাখ টাকা দিয়ে হোটেল ভাড়া নিতে পারবেন।

এখানে গিয়ে অনেকেই হোটেল ভাড়া নিয়ে বিশাল সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অনেক সময়। এমন অনেকে রয়েছেন যারা হোটেলে গিয়ে পৌঁছালেও তাদের কাছে থেকে নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা চাওয়া হয়ে থাকে। তবে অবশ্যই আপনাদের হোটেলের ভাড়ার তালিকা সম্পর্কে জানা উচিত। অবশ্যই এই সম্পর্কে জেনে নিবেন।

কক্সবাজার হোটেল বুকিং

কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার জেনে আপনি সরারসরি তাদের সাথে কথা বলে কক্সবাজার হোটেল বুকিং করতে পারবেন। আমাদের বাংলাদেশের সৌন্দর্যের অন্যতম একটি নিদর্শন হলো কক্সবাজার হোটেল। আরে কক্সবাজারে যাওয়ার পরে সবার অনেক চিন্তা থাকে কিভাবে একটু হোটেল বুকিং করে নিয়ে সেখানে থাকবেন। আপনিও যদি এমন একজন নিদর্শন হয়ে থাকেন যিনি কক্সবাজারে গিয়ে ঘোরাঘুরির উদ্দেশ্যে সেখানে থাকতে চান হোটেলে। কিন্তু জানেন না কিভাবে বুকিং দিবেন। চলুন তাহলে এ বিষয়ে জেনে নেওয়া যাক।
কক্সবাজার হোটেল বুকিং
আপনি যদি অবশ্যই কক্সবাজারে যেতে চান তাহলে তার পূর্বে আপনি হোটেল মালিকদের সাথে যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করার জন্য সকল হোটেলের মোবাইল নাম্বার গুলো আমরা ইতিপূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। সেখান থেকে নাম্বার সংগ্রহ করে নিয়ে আপনি সরাসরি আপনার পছন্দের হোটেলের মালিকের সাথে যোগাযোগ করুন।

তার সাথে ফোন করলে যোগাযোগ করে বলুন আপনি সেখানে গিয়ে থাকতে চান তাদের সকল বিস্তারিত আপনি জানতে চান। আপনি যদি তাদের হোটেলের সকল বিস্তারিত সুযোগ সুবিধা গুলো জেনে আপনার মনের মত পছন্দ হয় তাহলে তাদেরকে বলুন আমার এই সিটটি বুকিং করে দিতে। তার জন্য আপনার কাছে থেকে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার চাইবে।

আপনার সিট বুকিং এর ক্ষেত্রে এক্ষেত্রে কিছু টাকা অগ্রিম চাইতে পারে। তবে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব সেখানে গিয়ে সরাসরি আপনাদের সকল জিনিসপত্র নিয়ে হোটেলে উঠে তারপরে তাদের হাতে টাকা দিবেন। না হলে এই টাকা আপনার খোয়া যেতে পারে। তাই অবশ্যই লেনদেন করার ব্যাপারে সচেতন হন।

৫০০ টাকায় কক্সবাজার হোটেল

কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার জানার পরে সেই নাম্বার সংগ্রহ করে আপনি চাইলে হোটেলের রুম নিতে পারবেন। ৫০০ টাকার মধ্যে কক্সবাজারের হোটেল পাওয়া কি আদৌ সম্ভব। এই বিষয় নিয়ে আমাদের সকলেরই মনে প্রায় প্রশ্নই জেগে থাকে। আজ আমরা আপনাদেরকে এ বিষয়ে সম্পর্কে একটি বিস্তারিত ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি যদি 500 টাকা দিয়ে কক্সবাজারে গিয়ে হোটেলে থাকতে চান তাহলে অবশ্যই এই টপিকটি আপনার মনোযোগ সহকারে পড়া উচিত। তাহলে এই বিষয়ে সম্পর্কে আপনি বিস্তারিত বুঝতে পারবেন।

আপনি যদি আমাদের কাছে জিজ্ঞেস করে থাকেন ৫০০ টাকায় আদৌ কক্সবাজারে হোটেল পাওয়া সম্ভব কিনা সেই বিষয়ে আমরা বলবো হ্যাঁ অবশ্যই পাওয়া সম্ভব। এক্ষেত্রে আপনারা যদি চারজন অথবা তার অধিক হন তাহলে 500 টাকা কে চার ভাগ করলে হয় ১২৫ টাকা করে একজনের। এর অর্থ হলো আপনারা চারজন মিলে যদি একটি রুম ভাড়া নেন 500 টাকা দিয়ে তাহলে একজনের ভাড়া পড়বে 125 টাকা।

তার অর্থ এই দাঁড়ানো যে চারজন মিলে আপনাদের একটি রুম শেয়ার করে থাকতে হবে। আর রুমটি অনেক বড়সড়ো হয়। যেখানে রোমান্টিক ক্যাপাসিটি ও চারজন। রুমটি হবে নন এসি এবং তার সাথে আপনি পাচ্ছেন আপনার রুমের সাথেই বাথরুম বাথরুম, একটি এলইডি টেলিভিশন। আর সেখানে সবার জন্য পাচ্ছেন দুটি করে খাট। যেখানে প্রতিটি ঘাটে দুজন করে ঘুমানো যাবে।

এছাড়া রুমের মধ্যে থাকছে গরমের দিনের জন্য ফ্যান। আর রুমটি অবশ্যই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জেগে থাকতে পারে এত সকল সুযোগ সুবিধা এত কম টাকায় কিভাবে। আর কোন হোটেলে বা এই সুযোগটি সেবাটি দেওয়া হয়। চলুন তাহলে এখন আমরা সেই হোটেলের নামটি জেনে নেই।

হোটেলের নামটি হচ্ছে হোটেল আল সাফা। এই হোটেলে সরাসরি যোগাযোগ করার ফোন নাম্বারটি হলো 01740-705202। উক্ত এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করার মাধ্যমে তাদের সাথে কথা বলে আপনার হোটেল রুম বুকিং দিতে পারবেন। তবে এক্ষেত্রে একটি কথা না বললেই নয় আপনাদের সাথে সেটি হল আপনারা হয়তো জেনে থাকবেন এমন একটি কথা সেটি হল "যত গুড় তত মিষ্টি" এই সম্পর্কে।

এখন আপনি যদি 500 টাকা খরচ করে একটি রুমে থাকতে চান আর যদি সেখানে সুযোগ সুবিধা গুলো হাই কোয়ালিটি সম্পন্ন চান তাহলে তো সে ক্ষেত্রে সম্ভব না। কারণ যেই হোটেলের ভাড়া 10 থেকে 12 হাজার টাকা প্রতি রাত সেই হোটেলের সার্ভিস তো তেমনি হওয়া উচিত। আর যে হোটেলের ভাড়া ৫০০ টাকা প্রতি রাত সেই হোটেলের সার্ভিস ও তেমন হবে। আশা করছি বিষয়টি আপনাদের সম্পূর্ণ ভাবে বোঝাতে পেরেছি।

কক্সবাজার হোটেল কাছাকাছি সমুদ্র সৈকত

কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার সম্পর্কে আমরা জেনেছি। তার পাশাপাশি ইতিপূর্বে আমরা সকলেই কক্সবাজারের সকল হোটেলের নাম এবং মোবাইল নাম্বার এবং কক্সবাজারের হোটেল ভাড়া কত টাকা সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। এখন আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কক্সবাজারের কাছাকাছি যে সকল হোটেল রয়েছে। অর্থাৎ কক্সবাজারের সমুদ্র সৈকত যে সকল হোটেল থেকে দেখা যায় সেই সকল হোটেলের নাম গুলো সম্পর্কে।
কক্সবাজার হোটেল কাছাকাছি সমুদ্র সৈকত
আপনারা যারা কক্সবাজার ঘুরতে যেতে চান তারা অবশ্যই সেখানে গিয়ে সমুদ্র সৈকত উপভোগ করতে চান। তাই অবশ্যই তার জন্য আপনাদের দরকার সমুদ্র সৈকতের পাশেই এমন একটি হোটেল যেখান থেকে খুব সহজে সমুদ্র সৈকত দেখা যায়। আপনারা যারা এমন সুযোগ-সুবিধাটি ভোগ করতে চান তাদের জন্য এখন আমরা সেই সকল হোটেলের নাম গুলো উল্লেখ করলাম।

আপনাদের যদি বাজের সামর্থের মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনারা চাইলে এই সকল বোর্ডের গুলোতে গিয়ে থাকতে পারেন। এই সকল হোটেল গুলো অনেক গুণমান সম্পন্ন। অনেক নিরাপত্তা রয়েছে। সমুদ্র সৈকতের কাছেই যেই সকল হোটেল গুলো রয়েছে সেগুলোর নাম হলো
  • কক্স ইন হোটেল
  • লং বিচ হোটেল
  • হোটেল কোয়ালিটি হোম
  • ডিভাইন ইকো রিসোর্ট
  • কক্সবাজার হোটেল কাছাকাছি সমুদ্র সৈকত
  • হোটেল সী প্যালেস
  • সি গাল হোটেল
  • হোটেল দা কক্স টুডে
  • বসতি বে রিসোর্ট
  • ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট
  • সায়মন বিচ রিসোর্ট
  • ওয়েস্টার্ন হেরিটেজ
  • হোটেল সী ক্রাউন
  • সার্ফ ক্লাব রিসোর্ট

কক্সবাজারের সেরা হোটেল

কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার জেনে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে হোটেল বুকিং দিতে পারবেন। আমরা যে সকলেই ইতিপূর্বে সকল কক্সবাজার হোটেলের নাম গুলো সম্পর্কে জানতে পারলাম। এই সকল হোটেলগুলো থেকে কিছু হোটেল রয়েছে যেগুলো অন্য সকল হোটেলের বৈশিষ্ট্য থেকে অনেক আলাদা এবং উন্নতমানের। সেই সকল হোটেলগুলোকে বলা হয় কক্সবাজারের সেরা হোটেল। এখন আমরা আপনাদেরকে জানাতে চলেছি কক্সবাজারের সেরা কিছু হোটেলের নাম গুলো সম্পর্কে।

সিগাল হোটেলঃ কক্সবাজারে যেই সকল অনেক দামি দামি হোটেল রয়েছে তার মধ্যে এই সিগাল হোটেল প্রথম স্থানে রয়েছে। এই হোটেলের সবথেকে যেটি পর্যটকদের দৃষ্টি কারে সেটি হলো এখান থেকে উপভোগ করতে পারা উত্তাল ঢেউয়ের সমুদ্র, পাহাড় কন্যা এবং ঘন ঝাউ বনের অতুলনীয় মিশ্রণ। যেটি সকলের মনে একটি শ্রেষ্ঠ অনুভবের সৃষ্টি করে। যেটা যে কারো ভালো লাগাতে বাধ্য।

এই হোটেলের রুম ভাড়া প্রতি রাতের জন্য সর্বনিম্ন ৫,৮৫০ টাকা থেকে শুরু করে ৪৩,৪৭৮ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এখানে নতুন যারা দম্পত্তি রয়েছেন তাদের জন্য রয়েছে মধুচন্দ্রিমা সুইট রুম। যেটির মূল্য সবথেকে সর্বাধিক। এই রুমের মূল্যই মূলত ৪৩,৪৭৮ টাকা।

এই হোটেলের ঠিকানা হলো সুগন্ধা পয়েন্ট, হোটেল মোটেল জোন, কক্সবাজার, চট্টগ্রাম। এই হোটেলার সাথে যোগাযোগের ফোন নাম্বার হলো 0341-62480, 01766-666530

রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টঃ কক্সবাজারে অনেকগুলো হোটেল আছে তার মধ্যে এই হোটেলটি অনেক উন্নত মানের এবং পাঁচ তারকা হোটেল। এই হোটেলের রয়েছে ৪৯৩ কক্ষ। এছাড়াও আরো অনেক উন্নত মানের সুযোগ-সুবিধা তারা তৈরি করা হয়েছে এই হোটেল। এই হোটেলের এতটাই উন্নত যে সেখানে পর্যটকদের থাকার নজর করে এবং সেখানে থাকার জন্য রাজনীতি একটা অনুভূতি সৃষ্টি হয়।

আভিজাত্য এই রিসোর্ট এর ভেতরে এবং বাহিরের দিক থেকে রয়েছে অনেক সুবিধাভোগের আয়োজন করা। এই সকল সুবিধাগুলোর মধ্যে রয়েছে একটি করে মিনি ফ্রিজ, টি/কফি মেকার, টিভি, শাওয়ার কিউবিকল, সুইমিং পুল, ওয়াটার পার্ক, স্পিডবোট রাইট ২৪ ঘন্টাই রুম সার্ভিস, ফ্রি ওয়াইফাই সুবিধা সহ আরো অনেক সুবিধা রয়েছে।

এই হোটেলের ঠিকানা হলো কক্সবাজার থেকে প্রায় ২৬ কিমি. দূরে জালিয়াপালং এ ইনানী বীচ, উখিয়া কক্সবাজার, চট্টগ্রাম। হোটেলের সাথে যোগাযোগের ফোন নাম্বার হলো 034152666-80; 01844016001

ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টঃ কক্সবাজারের এই হোটেলটি ও অনেক নাম কুরিয়েছে তাদের হোটেলের সৌন্দর্যের এবং সার্ভিসের জন্য । এই হোটেলটি ও মূলত হলো একটি পাঁচ তারকা হোটেল। এই হোটেলে রয়েছে মোট ২৯৬ টি কক্ষ। যার প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত।

এই হোটেলের প্রতি রাতের জন্য আপনাকে ভাড়া দিতে হবে সর্বনিম্ন ৯,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৯০,০০০ টাকা হাজার টাকা পর্যন্ত। আপনি যেমন টাকা দিয়ে রুম ভাড়া নিবেন আপনি ঠিক তেমনি সুবিধা ভোগ করতে পারবেন। এদের সুযোগ সুবিধার কোন কমতি নেই। আপনি প্রায় সবধরণের সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন।

হোটেলের ঠিকানা হলো হোটেল মোটেল জোন, কলাতলী রোড, কক্সবাজার। এই হোটেলের সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার +88 09619 675 675

সায়মন বিচ এন্ড রিসোর্টঃ এই রিসোর্টিতে আভিজাত্যের কোনো কমতি নেই বললেই চলে। আর এই রিসোর্টি সমুদ্র সৈকতের পাশে হওয়াতে সবসময় প্রায় মানুষজনের ভিড় লেগেই থাকে। এই হোটেলের রয়েছে ২২৮ টি কক্ষ। যেগুলো অনেক উন্নত মানের এবং অপরুপ সৌন্দর্যে ঘেরা। এখানে আপনি সাতার কাটার জন্য সুইমিং পুল ও পেয়ে যাবেন। এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা তো থাকছেই।

এই হোটেলের প্রতি রাতের জন্য রূম ভাড়া ১২ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত। এই হোটেলের ঠিকানা হলো কলাতলী,মেরিন ড্রাইভ সড়ক, কক্সবাজার, চট্টগ্রাম। তাদের সাথে যোগাযোগের এবং রুম বুকিং এর জন্য ফোন নাম্বার হলো 01755-691917

কক্সবাজার হোটেল সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্নঃ কক্সবাজার যেতে কত টাকা লাগবে?
উত্তরঃ কক্সবাজার যেতে আপনি যেমন সুবিধা উপভোগ করে যাবেন তেমনই টাকা খরচ হবে। এই ক্ষেত্রে আপনার খরচ সর্বনিম্ন ৮০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত হতে পারে।

প্রশ্নঃ ঢাকা হতে কক্সবাজার কত কিলো?
উত্তরঃ ঢাকা হতে কক্সবাজার প্রায় ৫৪৫ কিলো।

প্রশ্নঃ কক্সবাজারে কি কি দেখার আছে?
উত্তরঃ কক্সবাজারে দেখার মতো ভালো ৫টি জায়গা রয়েছে। সেগুলো হল
  • হিমছড়ি ও ইনানী বিচ
  • বার্মিজ মার্কেট
  • বৌদ্ধ বিহার
  • মাতামুহুরী নদী
  • অ্যাকুইরিয়াম ও লাবন্য সমুদ্রসৈকত

লেখকের মন্তব্য

আজকে আমাদের এই আর্টিকেলের প্রধান আলোচনার বিষয় ছিলো কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার সম্পর্কে। সেই সাথে আমরা আরো অনেক কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে উক্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এই সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পেপারস্পট২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url