ঘুমের ঔষধের নাম ও ছবি - পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম
ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট খাওয়ার নিয়মপ্রিয় পাঠক, ঘুমের ঔষধের নাম ও ছবি সম্পর্কে আপনি কি জানতে চাচ্ছেন? অথবা আপনি কি
পাওয়ারফুল ঘুমের ঔষধের নামগুলো জানতে চাচ্ছেন? তাহলে আপনার জন্য এই আর্টিকেলটি।
মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন। ঘুমের ঔষধের সম্পর্কে আজকে আমরা আপনাদের
বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো।
আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি পড়েন তাহলে আপনি গভীর ঘুমের ঔষধের নাম কি, দ্রুত
ঘুমের ঔষধের নাম, নরমাল ঘুমের ঔষধের নাম, সবচেয়ে বেশি পাওয়ারের ঘুমের ঔষধের
নামগুলো জানতে পারবেন।
পেজ সূচিপত্রঃ
- ঘুমের ঔষধের নাম ও ছবি
- পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম
- গভীর ঘুমের ঔষধের নাম কি
- দ্রুত ঘুমের ঔষধের নাম
- নরমাল ঘুমের ঔষধের নাম
- ঘুমের ঔষধ খাওয়ার নিয়ম
- ঘুমের ঔষধ খাওয়ার বিশেষ সতর্কতা
- ঘুমের হোমিও ঔষধের নাম তালিকা ও ছবি
- ঘুমের ওষুধ কোনটা ভালো
- ৫টি কার্যকরী ঘুমের ঔষধের নাম
- ঘুমের ঔষধের নাম ও ছবি সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
- লেখকের মন্তব্য
ঘুমের ঔষধের নাম ও ছবি
প্রতিদিন আমাদেরকে গড়ে ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা ঘুমানো উচিত। কিন্তু আমাদের মধ্যে
বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ার প্রভাবের কারণে খুব একটা ঘুমায় না। তারা সব
সময় সোশ্যাল মিডিয়া ব্যবহারের ব্যস্ত থাকে। তাই অনেকের ঘুম না হওয়ার কারণে
তারা সকলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করে। এক্ষেত্রে আপনিও যদি এমন
সমস্যায় ভুগে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।
এখানে আমরা আলোচনা করতে চলেছি সকল প্রকার ঘুমের ওষুধের নাম এবং সেই সকল ঘুমের
ওষুধের ছবিগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি ঘুমের ওষুধ বাজার থেকে ক্রয় করতে
চান আর যদি কোন ঘুমের ওষুধ ক্রয় করবেন সেটা যদি না জেনে থাকেন তাহলে এখান থেকে
ঘুমের ওষুধের ছবি দেখে নিন। তাহলে এখন ঘুমের ওষুধের নাম ও ছবি দেখে নেয়া যাক।
Anxopam এই ঘুমের ঔষধের প্রতিটির মূল্য 4.50 টাকা।
Bromazepam এই ঘুমের ঔষধের প্রতিটির মূল্য 4.50 টাকা।
Tenapam এই ঘুমের ঔষধের প্রতিটির মূল্য 5.00 টাকা।
Laxyl এই ঘুমের ঔষধের প্রতিটির মূল্য 5.00 টাকা।
Laxyl এই ঘুমের ঔষধের প্রতিটির মূল্য 5.00 টাকা।
Lexopil এই ঘুমের ঔষধের প্রতিটির মূল্য 4.50 টাকা।
Bopam এই ঘুমের ঔষধের প্রতিটির মূল্য 4.50 টাকা।
Tensfree এই ঘুমের ঔষধের প্রতিটির মূল্য 4.50 টাকা।
পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম
পাওয়ারফুল ঘুমের ওষুধের নাম সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। কিন্তু আপনাদেরকে
জানাই অতিরিক্ত পাওয়ারফুল ঘুমের ওষুধ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও
সুবেচনা নয়। বরং এটি আরো আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে থাকে। যদি আপনি অতিরিক্ত
দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তাহলে আপনার ক্ষেত্রে পাওয়ার পর ঘুমের ওষুধ খাওয়ার সময়
ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
আপনি পাওয়ারফুল ঘুমের ওষুধের ভেতর "রিভোট্রিল" এই ওষুধটি খেতে পারেন। যদি আপনার
মানসিক দুশ্চিন্তা অথবা অন্য কোন কারণে ঘুম আসতে দেরি হয়ে থাকে অথবা যদি আপনার
হঠাৎ ঘুম ভেঙ্গে যায় এবং আপনার ঘুম আসতে দেরি হয় তাহলে আপনি এই ওষুধটি সেবন
করতে পারেন। আপনি এই ওষুধটি যদি এসে ফোন করেন তাহলে আপনার ঘুমের সমস্যা দূর হবে।
এবং দ্রুত পরিমাণে ঘুম চলে আসবে।
এই ঔষধ ছাড়াও আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে নিচের তিনটি ঔষধ দেখতে পারেন।
সেগুলো হলো
- Dormicum
- ট্রিপটিন ২৫ মি:গ্রা:
- পেইস ৫০ মি:গ্রা:
তবে আপনি যদি চান আপনার ঘুমের জন্য প্রতিদিন নিয়মিত ওষুধ সেবন করবেন তাহলে এটা
আপনার জন্য একেবারে অনজ্জিত হবে। এটা আপনার স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে।
এছাড়াও আপনার শরীরের মারাত্মক ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনি চিন্তাও
করবেন নিয়মিত ঘুমের ওষুধ সেবন না করার। আর এক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের
পরামর্শ নেবেন।
গভীর ঘুমের ঔষধের নাম কি
আমাদের মধ্যে অনেকেরই হুটহাট করে ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস রয়েছে। আপনারা হয়তো
এই ভেবে ঘুমের ওষুধ খান যে সারারাত এ পাস উপাস করে না শুয়ে থেকে তার থেকে বড়
একটি ঘুমের ওষুধ খাই তাহলে ঘুম হবে। আর ঘুম দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। আবার
আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছেন জিনারা ঘুমের ওষুধের নাম সম্পর্কিত জানেনা। একজন
ডাক্তারের পরামর্শ নেবেন সেটাও করেন না।
নিজে নিজে ডাক্তার হয়ে আপনারা ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে চলে আসেন। আমাদের
দেশের ঔষধের ফার্মেসের দোকানেতে প্রেসক্রিপশন ছাড়াই ঔষধ বিক্রি করা হয়। আরে
ঘুমের ঔষধ শিশু কিশোর সকলেই কেনার থাকেন। তবে আপনার এর মারাত্মক দিকটা সম্পর্কে
একটু অবগত রাখা উচিত। তবে চলুন যাদের ক্ষেত্রে ঘুম হয় না এবং আপনি যদি
প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে গভীর ঘুমের ওষুধের নাম আপনার জানা উচিত।
আপনি যদি টানা ৮ থেকে ৯ ঘন্টা পর্যন্ত ঘুমের চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনি এই
Rivotril ঘুমের ওষুধটি সেবন করতে পারেন। তবে হ্যাঁ আমাদের পরামর্শ থাকবে ওষুধ
সেবন করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়াও আরো দুটি ঘুমের
ওষুধ রয়েছে যেটি ঘুমের জন্য অনেক ভালো কাজ করে। সেই দুটি ঘুমের ওষুধের নাম হল
- ট্রিপটিন ২৫ মি:গ্রা:
- পেইস ৫০ মি:গ্রা:
উপরে উল্লেখিত এ সকল ঘুমের ওষুধ গুলো আপনি যদি সেবন করেন তাহলে আপনার অবশ্যই গভীর
ঘুম হবে। তবে আপনি যদি এটি অতিরিক্ত মাত্রা সেবন করেন তাহলে সেটি আপনাকে
নেশাগ্রস্ত করে মাতাল অবস্থায় করে ফেলবে। এক্ষেত্রে আমাদের অনুরোধ হবে আপনি
ঘুমের ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ঘুমের
ওষুধ খাবেন।
দ্রুত ঘুমের ঔষধের নাম
ঘুমের ওষুধ খেয়ে অনেকের ক্ষেত্রে কাজ ভালোভাবে করেনা। এই ক্ষেত্রে সেটি ডিপেন্ড
করে আপনার শরীরের উপর। কারণ সকল মানুষের ক্ষেত্রে ঘুমের ওষুধ গুলো এককভাবে কাজ
করে না। এক্ষেত্রে যদি আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ঘুমের ওষুধ খান তাহলে অবশ্যই
সেটি ভালো কাজ করবে। এরপরও আজকে আমরা কিছু দ্রুত ঘুমানোর ওষধের নাম জানবো। চলুন
তাহলে এই পর্যায়ে আমরা জেনে নেই দ্রুত ঘুমের ওষুধের নাম সম্পর্কে।
- Diazepam (ডায়াজেপাম)
- Nocturne (নকটেন)
- Seedle (সিডিল)
- Perkelin (পারকেলিন)
- Relaxen 5 ( রিলাক্সেন ৫)
- Easyaam (ইজিয়াম)
- Mylam (মাইলাম)
- Dormicum (ডরমিকাম)
- Rivotril (রিভোট্রিল)
- Dormax (ডোরম্যাক্স)
- Leptic (লেপটিক)
- Epiclon (এপিক্লন)
- Cloron (ক্লোরন)
- Cloma (ক্লোমা)
উপরের উল্লেখিত এই সকল ঘুমের ওষুধ গুলো আপনার দ্রুত ঘুমানোর ক্ষেত্রে অনেকটাই
উপযোগী করবে। তবে আমাদের পরামর্শ থাকবে আপনি যখন ঘুমের ওষুধ কোথাও থেকে ক্রয়
করবেন তখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আর এটাই আপনার জন্য অনেক উত্তম
হবে। আশা করছি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি।
নরমাল ঘুমের ঔষধের নাম
বর্তমান বাজারে কিছু ঘুমের ওষুধ রয়েছে যেগুলো খুবই নরমাল। এই সকল ঘুমের ওষুধ
খেলে আস্তে আস্তে আপনার শরীরে ঘুম চলে আসবে। তবে উপরের উল্লেখিত দ্রুত ঘুমের ওষুধ
আপনি যদি খান তাহলে সে সকল ঘুমের ওষুধ খাওয়ার সাথে সাথেই আপনার খুব দ্রুত ঘুম
পেয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই আপনার যদি শরীরে সক্ষমতা না থাকে তাহলে নরমাল ঘুমের
ওষুধ আপনি গ্রহণ করতে পারেন।
তাহলে চলুন এবার কোন কোন ঘুমের ওষুধ গুলো নরমাল সেগুলোর নাম সম্পর্কে বিস্তারিত
জানি। আর এই সকল ঘুমের ওষুধ গুলো আপনি বাজারের যেকোন ফার্মেসিতে পেয়ে যাবেন। কবে
অবশ্যই ঘুমের ওষুধ পড়বে তাদের সাথে কথা বলে তারপরে ক্রয় করবেন। আশা করছি
ফার্মেসীর ডাক্তারগন আপনাকে সঠিক পরামর্শ প্রদান করবে।
- Felfresh (ফেলফ্রেশ)
- Laxyl (ল্যাক্সিল)
- Epinal (এপিনাল)
- Milam 7.5 (মিলাম ৭.৫)
- Pase-2 (পাস-2)
- Sedil (সেডিল)
- Disopan 2 (ডিসোপান 2)
ঘুমের ঔষধ খাওয়ার নিয়ম
আপনি যদি নিয়মিত ঘুমের ওষুধ খেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি নিয়মের মধ্যে
দিয়ে ঘুমের ওষুধ সেবন করতে হবে। এখন অনেকেই রয়েছে যিনারা কোন প্রকার নিয়ম
অনুসরণ না করেই ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। আর আপনি যদিও এমনটি করেন তাহলে আপনার
শরীরের অনেক বেশি ক্ষতি হতে পারে। চলুন তাহলে এই পর্যায়ে আমরা ঘুমের ওষুধ
খাওয়ার নিয়ম সম্পর্কে জানি।
আপনি যদি ঘুমের ওষুধ খাওয়ার ক্ষেত্রে সঠিক কার্যকরিতা অনুভব করতে চান তাহলে
অবশ্যই আপনি চেষ্টা করবেন ঘুমানোর সর্বনিম্ন ২ ঘন্টা পূর্বে এই ঘুমের ওষুধ
খাওয়ার। তবে আপনি চাইলে যদি দুই ঘন্টা আগে না খেতে পারেন তাহলে এক ঘন্টা পূর্বে
খেলেও অনেক ভালই কার্যকারিতা পাবেন।
ঘুমের ঔষধ খাওয়ার বিশেষ সতর্কতা
আমরাও হুট করে সকলে ঘুমের ওষুধ খাওয়ার চেষ্টা করি। তবে এটি আপনার শরীরের উপর
বিরূপ প্রভাব ফেলতে পারে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা হতে হবে। এখন কোন কোন
নির্দেশনা মেনে আপনি সতর্ক হবেন এ বিষয়ে চলুন এখন আমরা বিস্তারিত জানব। আজকের
দেখানো এই সতর্কতা গুলো আপনি ঘুমের ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই মেনে চলবেন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ঔষধ খাবেন না
- একটানা 14 দিনের বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে না
- আপনি যখন ঘুমের ওষুধ খাওয়া শুরু করবেন তখন সর্বনিম্ন ডোজ থেকে শুরু করবেন
- অন্য কোন জটিল সমস্যার কারণে যদি আপনার ঘুমাতে সমস্যা হয়, তাহলে এক্ষেত্রে ঘুমের ওষুধ খাওয়ার পরে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ বিবেচনায় আনতে হবে।
তবে কিছু কিছু খাবার রয়েছে এগুলো যদি আপনি রাতে ঘুমানোর পূর্বে খান আর সেটা যদি
অতিরিক্ত পরিমাণে খান তাহলে এই সকল খাবার খাওয়ার পরে আপনার রাতে ঘুম আসবে না।
অথবা যদি আপনার ঘুম আসে তাহলে ঘুম আসতে অনেক দেরি হবে। তাই চেষ্টা করবেন নিম্নের
উল্লেখিত খাবার গুলো রাতে এড়িয়ে চলার জন্য। চলুন তাহলে এই পর্যায়ে আমরা দেখে
নেই কোন কোন খাবার রাতে খাওয়া যাবেনা।
- মিষ্টি জাতীয় জিনিস
- চিনি
- কোমল পানীয়
- আইসক্রিম
- ফাস্টফুট
- চকলেট
- কফি
- চা
- গ্রিন টি
- অতিরিক্ত মসলাযুক্ত খাবার
উপরের উল্লেখিত এই সকল খাবারগুলো হাতে না খেয়ে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর
যদি আপনি প্রাকৃতিক নিয়মে ঘুমাতে চান তাহলে অবশ্যই ঘুমানোর পূর্বে 10 থেকে 15
মিনিট বই নিয়ে বসবেন। তাহলে আপনার ব্রেন চিন্তা মুক্ত হবে এবং আস্তে আস্তে আপনার
ঘুম চলে আসবে।
ঘুমের হোমিও ঔষধের নাম তালিকা ও ছবি
এ পর্যায়ে আমরা ঘুমের হোমিও ঔষধ গুলো নামের তাহলে যা বলো জানবো। হোমিওপ্যাথিক
ঔষধ গুলো যদি আপনি গ্রহণ করেন নিয়মিত তাহলে আস্তে আস্তে আপনার ঘুমের সমস্যা গুলো
দূর হয়ে যাবে। এক্ষেত্রে আপনি নিম্নের দেখানো আমি ওষুধগুলো প্রতিদিন রাতে পেছনে
যাওয়ার এক ঘন্টা অথবা ২ ঘন্টা পূর্বে গ্রহণ করুন। তাহলে অবশ্যই আপনার ঘুমের
সমস্যা দূর হয়ে যাবে। কোন কোন হোমিও ঔষধ গুলো আপনি গ্রহণ করবেন সেগুলোর নাম জেনে
নেই।
- Nux vomica
- Arsenic album
- Ambra Grisea
- Belladonna
- Opium
- Cannabis indica
- Chamomilla
- Ignatia amara
- Coffea cruda
- Gelsemium
- Cocculus indicus
- Hyoscyamus niger
- Magnesium carbonica
- Kali phosphoricum
- Sulphur
আপনার যদি এলোপ্যাথিক ঔষধ খাওয়ার সমস্যা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনি ঘুমের
ওষুধ গুলো গ্রহণ করতে পারেন। তবে সবথেকে ভালো ফলাফল পাবেন যদি আপনি একজন
ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার থেকে সঠিক পরামর্শ গ্রহণ করেন। আর আপনি যদি
ডাক্তারের দেখানোর নির্দেশনা মেনে চলেন। আশা করছি আপনি আরো অনেক ভালো ফলাফল
পাবেন।
ঘুমের ওষুধ কোনটা ভালো
Diazepam (ডায়াজিপাম) নামের ঘুমের ঔষধ তুই অনেকের কাছে খুব সুপরিচিত। এর প্রধান
কারণ হলো এর ফলাফল সম্পর্কে। আপনি যদি এই ওষুধটি খান তাহলে এই ওষুধটি আপনার
সাধারণ দুশ্চিন্তা, আতঙ্ক, না ঘুম থেকেও ঘুম নিয়ে চলে আসবেন। এই ওষুধটি সব থেকে
বেশি ব্যবহার করা হয় মাংস বেশি সংকোচনজনিত অক্ষমতার কাজের ক্ষেত্রে। এই ওষুধটি
চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা সব থেকে বেশি।
তবে আপনি যদি চান যে আপনি খালি পেটে ঘুমের ওষুধ খাবেন তাহলে এটি আপনার শরীরের
পক্ষে অনেক ক্ষতি করা হবে। খালি পেটে শুধুমাত্র গ্যাসের ঔষধ খাওয়া যায়। এছাড়া
অন্য সকল ঔষধ খাওয়া শরীরের পক্ষে উচিত নয়। তাহলে এটি আপনার স্বাস্থ্যের
ক্ষেত্রে অনেক ক্ষতি টেনে নিয়ে চলে আসবে।
৫টি কার্যকরী ঘুমের ঔষধের নাম
এমন ৫টি কার্যকরী ঘুমের ঔষধ রয়েছে যেটি আপনার শরীরের ক্ষেত্রে ঘুমের জন্য অনেক
ভালো কাজে দিবে। আমরা সকলেই জানি বাজারে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ রয়েছে।
যেগুলো প্রায় ১০০ এর অধিক। এখান থেকে আপনি যে পাঁচটি ঘুমের ওষুধ নির্বাচন করবেন
সেগুলো হল।
- ডায়াজিপাম
- ডিসোপ্যান 2 মিলি
- রিভোট্রিল 0.5 মিলি
- মিলাম 7.5 মিলি
- ক্লোন 0.5 মিলি
- ট্রিপটিন 25 মিলি
ঘুমের ঔষধের নাম ও ছবি সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্নঃ ঘুমের ট্যাবলেটের নাম কি?
উত্তরঃ ডায়াজিপাম ঘুমের ট্যাবলেট হিসেবে অনেক পরিচিত অর্জন করেছে।
প্রশ্নঃ সবচেয়ে জনপ্রিয় ঘুমের ঔষধ কোনটি?
উত্তরঃ সবচেয়ে জনপ্রিয় ঘুমের ঔষধ হলো Z-ড্রাগ যেমন Zolpidem এবং
zaleplon
প্রশ্নঃ ঘুমের ঔষধ খেলে কতক্ষণ ঘুম হয়?
উত্তরঃ ঘুমের ঔষধ খেলে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুম হয়।
প্রশ্নঃ ডিমেনশিয়া রোগীর জন্য সবচেয়ে ভালো ঘুমের ঔষধ কোনটি?
উত্তরঃ ডিমেনশিয়া রোগীর জন্য সবচেয়ে ভালো ঘুমের ঔষধ হচ্ছে মেলাটোনিন।
প্রশ্নঃ সবচেয়ে শক্তিশালী ঘুমের ঔষধ কোনটি?
উত্তরঃ সবচেয়ে শক্তিশালী ঘুমের ঔষধ হলো Benzodiazepines (BZD)
লেখকের মন্তব্য
আজকে আমরা এই আর্টিকেলের মধ্যমে ঘুমের ঔষধের নাম ও ছবি তুলে ধরার চেষ্টা করেছি।
আপনি যদি ঘুমের ঔষধ খাওয়ার চিনতে ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের
পরামর্শ গ্রহণ করে তারপরে ঘুমের ঔষধ খাবেন। অন্যথায় এটি আপনার ক্ষেত্রে বিপদ ডেকে
নিয়ে আসতে পারে। তাই সতর্ক থাকুন। পরামর্শ গ্রহণ করুন। ধন্যবাদ।
পেপারস্পট২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url