স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম ও দাম জানুন

পাওয়ারফুল ঘুমের ঔষধের নামপ্রিয় পাঠক, স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম সম্পর্কে আপনি কি জানতে চাচ্ছেন? তাহলে আপনি এখন সঠিক জায়গাতেই রয়েছেন। কারণ স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম সম্পর্কে আমরা এই আর্টিকেলের মধ্যে আলোচনা করবো। তাই বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত পড়ূন।
স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম
আজকে এই সম্পূর্ণ আর্টিকেলটি থেকে গভীর ঘুমের ঔষধের নাম কি, পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম, দ্রুত ঘুমের ঔষধের নাম এবং ভালো ঘুমের ঔষধের নাম ও দাম সম্পর্কে জানতে পারবেন। তাই শেষ পর্যন্ত পড়তে থাকুন।

পেজ সূচিপত্রঃ

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম সম্পর্কে জানতে এই পাঠটি মনোযোগ সহকারে পড়ুন। যারা এমন তথ্য জানতে চান তাদের জন্য আজকের এই পর্বটি। এই পর্বে আমরা স্কয়ার কোম্পানির সকল প্রকার ঘুমের ঔষধের নামগুলো তুলে ধরবো। তার পাশাপাশি এই সকল ঔষধের কাজগুলো ও আলোচনা করবো। তাহলে চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম এবং কাজগুলো নিম্নে তুলে ধরা হলোঃ

ঘুমের ঔষধের নাম

ঘুমের ঔষধের কাজ

স্টিলনক্স

জোপিডেম ঔষধ হওয়ার কারণে ঘুমের জন্য অনেক সহযোগিতা করে।

রিলাক্স

জোপিডেম টারট্রেট ঔষধ হওয়ার কারণে উন্নত মানের ঘুম নিয়ে আসে।

মেলাটোনিন

সকল প্রকার প্রাকৃতিক হরমোন এটি তাই ঘুমকে নিয়ন্ত্রণে সাহায্য করে।

জীবনযাত্রার মান আধুনিক হওয়াতে এবং কাজের সময় দীর্ঘ হওয়ার জন্য এবং প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যাবহারের জন্য অনেকেই এই ঘুমের সমস্যা ভুগেন। আর এই জন্য আপনি ঘুমের ঔষধ খেতে পারেন। তার জন্য স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধগুলো অনেকটাই ভালো। উপরে আমরা সকল স্কয়ার কোম্পানির যেগুলো ভালো ঘুমের ঔষধ রয়েছে সেগুলো তুলে ধরেছি। আশা করছি এগুলো আপনার অনেকটাই কাজে আসবে।

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের সুবিধা

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম জানার পাশাপাশি অবশ্যই আপনার স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের সুবিধা সম্পর্কে জেনে নেওয়া উচিত হবে। কারণ বাজারে প্রায় অনেক ধরণের ঘুমের ঔষধের পাশাপাশি স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধ পাওয়া যায়। আর এই কোম্পানি অন্যান্য সকল কম্পানির তুলনায় অনেকটাই জনপ্রিয়। এই কোম্পানি গ্রাহকদের কথা মাথায় রেখে ঘুমের ঔষধ ও তৈরি করে। তবে স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের কিছু আলাদা সুবিধা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।
  • খুব দ্রুত ঘুম চলে আসে
  • ঘুমালে ঘুম ভাঙার সমস্যা থাকে না
  • সকালকে সর্মক্ষম এবং তাজা করে
  • এটি নিরাপদ এবং অধিক কার্যকর

পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম। পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম সম্পর্কে আপনারা এই পাঠের মধ্যে জানতে পারবেন। সবথেকে কার্যক্ররি পাওয়ার ফুল ঘুমের ঔষধ বলা হয়ে থাকে Dormicum কে। এছাড়াও রয়েছে ট্রিপটিন ২৫ অথবা পেইস ৫০ মি:গ্রা। ঘুমের ঔষধ খাওয়া মোটেও ঠিক নয়। তবে খুব বেশি প্রয়োজন হলে এই ঔষধগুলো আপনি খেতে পারেন। তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করার পরে তারপরে খাবেন।
পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম
ঘুম আমাদের জন্য অনেক একটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অংশ। যদি ঠিক মতো আপনার ঘুম না হয় তাহলে আপনি অন্য কোন কাজে মন বসাতে পারবেন না। কোথাও শান্তি লাভ করতে পারবেন না। যার ফলে আপনি ধীরে ধীরে অসুস্থ হতে থাকবেন। আপনার এই ঘুম না হওয়ার পেছনে বিভিন্ন ধরণের কারণ থাকতে পারে। প্রথমত আপনার অতিরিক্ত টেনশান অথবা আপনি যইদ বিভিন ধরণের রোগে আক্রান্ত হন।

যদি আপনি ঘুমের ঔষধ খান তাহলে আপনি সারারাত নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। তার পাশাপাশি আপনার ঘুমের চাহিদা ও পূরণ হয়ে যাবে। তবে আপনি যখন ঘুমের ঔষধ খাবেন তার পূর্বে অবশ্যই আপনার উচিত হবে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত হবে। আপনার যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমের অসুবিধা হয় তাহলে আপনি নিচের দেখানো যেকোন একটি ঔষধ কিনে খেতে পারেন। চলুন তাহলে এখন আমরা কিছু পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম জেনে নেই।
  • Anxopam
  • Anxio
  • Bromazep
  • Bopam
  • Disopan 2
  • Diazepam
  • Sedil
  • Tenapam
  • Tanin
  • Tarbo
  • Laxyl
  • Lexotanil
  • Lexnil
  • Tryptin -10mg
এখানের সকল ঔষধগুলো আপনি ৫ টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই সকল ঔষধ আপনি বাজারের যেকোন দোকানেই পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন।

গভীর ঘুমের ঔষধের নাম কি

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম জেনে যদি আপনি সেই ঔষধ খেয়ে ঘুমান তাহলে খুব ভালো ঘুম হবে। তারপরেও আমরা এই পাঠে গভীর ঘুমের ঔষধের নাম কি সেগুলো জানাবো। গভীর ঘুমের ঔষধ হিসেবে আপনি ট্রিপটিন ২৫ অথবা পেইস ৫০ মি:গ্রা খেতে পারেন। অনেকের এমন সমস্যা হয় যে তাদের ২ থেকে ৩ দিন হলো কোন ঘুম হয় না। তারা চাইলে নিচের দেখানো ঔষধগুলো সেবন করতে পারেন।
  • Broze
  • Filf
  • Rivotril
  • Lexotanil
  • Xionil
  • Tarbo
উপরের উল্লিখিত এই সকল ঔষধগুলো গভির ঘুমের জন্য ব্যাবহার করা হয়। তবে আপনি যদি বেশি দিন এক সাথে খেতে থাকেন তাহলে এটির প্রতি আপনার আসক্তি হয়ে যাবে। তার পাশাপাশি এটি শরীরের ক্ষতিসাধন ও করতে পারে। তাই এই সকল ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করা আপনার উচিত।

দ্রুত ঘুমের ঔষধের নাম

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম পরেও অনেকেই দ্রুত ঘুমের ঔষধের নাম জানার জন্য খোঁজাখুঁজি করেন। তারা চাইলে এই সকল দ্রুত ঘুমের ঔষধ ব্যাবহার করতে পারেন খুব দ্রুত ঘুমানোর জন্য। সেই সকল মানুষজনকেই ঘুমের ঔষধ ব্যাবহার করা উচিত যাদের প্রাপ্ত বয়স কিন্তু ৭ ঘন্টা থেকে ৮ ঘন্টার কম ঘুম হয়। তাহলে চলুন এখন আমরা জেনে নেই দ্রুত ঘুমানোর জন্য আপনি কোন কোন ঘুমের ঔষধ ব্যাবহার করবেন।
দ্রুত ঘুমের ঔষধের নাম
  • Dormax
  • Dormicum
  • Diazepam
  • Easium
  • Epiclon
  • Mylam
  • Noctin
  • Perkelin
  • Rivotril 2 Mg
  • Relaxn 5
  • Seedle
একজন প্রাপ্ত বয়ষ্ক ব্যাক্তির যখন পর্যাপ্ত পরিমাণে ৭ থেকে ৮ ঘন্টা ঘুম না হবে তখনই কেবলমাত্র ঘুমের ঔষধ খাওয়া উচিত। তবে অবশ্যই সবথেকে ভালো হয় যদি একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ঔষধ খাওয়া হয়। যদি আপনি উপরের ঘুমের ঔষধগুলো খান তাহলে ৩০ মিনিটের মধ্যেই খুব ভালো ঘুম চলে আসবে। তবে দিনে একটির বেশি খাওয়া উচিত হবে না। আর কখনো এটি খাওয়া উচিত ও নয়।

ভালো ঘুমের ঔষধের নাম ও দাম

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম। ভালো ঘুমের ঔষধের নাম ও দাম সম্পর্কে এখন আমরা জানবো। আমাদের দেশে বিভিন্ন কোম্পানির ঘুমের ঔষধ রয়েছে। সেই সকল ঘুমের ঔষধ থেকে যেই সকল ঔষধগুলো ভালো সেগুলোর নাম নিচে তুলে ধরা হলো। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই সকল ঘুমের ঔষধের নাম এবং দাম সম্পর্কে।

ঘুমের ওষুধের নাম

ঘুমের ওষুধের দাম

Anxio

৫ টাকা

Anxionil

5.02 টাকা

Ancotil

4.02 টাকা

Anxopam

৪.৫০ টাকা

Bronium

1.50 টাকা

Broze

৫ টাকা

Bromazep

৪.৫০ টাকা

Bopam

৪.৫০ টাকা

Benzopam

৫ টাকা

Freten

3.00 টাকা

Kpam

4.01 টাকা

Lexnil

৪.৫০ টাকা

Laxyl

৫ টাকা

Latin

5.02 টাকা

Lexopil

৪.৫০ টাকা

Mapez

4.00 টাকা

Nightus

3.00 টাকা

Norry

৪.৫০ টাকা

Xionil

5.10

Tenapam

৫ টাকা

Tarbo

৫ টাকা

Tenil

৫ টাকা

Zepam

৫ টাকা

এই ছিলো কিছু ভালো ঘুমের ঔষধের নাম ও দাম। আশা করছি আপনি এখান থেকে সকল ভালো ঘুমের ঔষধের নাম এবং দাম সম্পর্কে জানতে পেরেছেন। তবে আপনি যদি এখান থেকে নাম জানার পরে ঘুমের ঔষধ কিনতে চান তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। তারপরে এই সকল ঘুমের ঔষধগুলো খাওয়ার কথা চিন্তাভাবনা করবেন।

ঘুমের ঔষধের সম্পর্কে সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তরঃ-

প্রশ্নঃ ঘুমের ট্যাবলেট এর নাম কি?
উত্তরঃ একটি ঘুমের ট্যাবলেটের নাম হলো ডায়াজিপাম (Diazepam)

প্রশ্নঃ ঘুমের ঔষধ কখন খাওয়া উচিত?
উত্তরঃ বিছানায় যাওয়ার ৩০ মিনিট পূর্বে ঘুমের ঔষধ খাওয়া উচিত।

প্রশ্নঃ ঘুমের ঔষধ খেলে কতক্ষণ ঘুম হয়?
উত্তরঃ ঘুমের ঔষধ খাওয়ার ফলে একটি পূর্ণ রাতের ঘুম অর্থাৎ ৭ ঘন্টা থেকে ৮ ঘন্টা ঘুম হয়।

প্রশ্নঃ সবচেয়ে ভালো ঘুমের ট্যাবলেটের নাম কি?
উত্তরঃ সবথেকে ভালোকিছু ঘুমের ঔষধ এখন বাজারে পাওয়া যায়। সেগুলোর নাম হলো
  • বেলসোমরা
  • অ্যাম্বিয়েন
  • ডেভিগো
  • কুভিভিক
  • লুনেস্তা
  • রেস্টোরিল

শেষ কথা। স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম সহ আরো বেশ কিছু টপিক নিয়ে আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা আলোচনা করেছি। আশা করছি আপনি সকল প্রকার ঘুমের ঔষধের নাম সম্পর্কে জানতে পেরেছেন। তবে এই সকল ঘুমের ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনার উচিত হবে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করে। আশা করছি বিষয়টি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পেপারস্পট২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url